আরটিভি আয়োজিত ‘আলোকিত কোরআন ইউএসএ ২০২৫’-এর চ্যাম্পিয়ন হুজাইফা

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৯:০২ পিএম


আরটিভি আয়োজিত আলোকিত কোরআন ইউএসএ-২০২৫ এর চ্যাম্পিয়ন হুজাইফা
ছবি: আরটিভি নিউজ

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে পবিত্র কোরআন নিয়ে রয়েছে এক অকৃত্রিম অনুভূতি। প্রবাসী বাঙালি মুসলিমরাও এর ব্যতিক্রম নন। প্রবাসী মুসলিম সম্প্রদায়ের সব বয়সী মানুষ নিয়মিত কোরআন চর্চা করে থাকেন। তাদের সে কোরআন চর্চা ও তেলাওয়াতকে আরও প্রচার-প্রসারের লক্ষ্যে ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে নর্থ আমেরিকায় বসবাসরতদের নিয়ে প্রথমবার ব্যাপক সফলতার পর দ্বিতীয়বারের মতো আরটিভিতে প্রথম রমজান থেকে শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ‘আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন-২’। 

বিজ্ঞাপন

নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। সেখান থেকে কয়েক ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। সেই সঙ্গে গ্রান্ডফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগী তাদের তেলাওয়াত করে শোনান এবং বিচারকদের দেওয়া সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান (জামাইকা, নিউইয়র্ক), ফার্স্ট রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম (নিউ ইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভুঁইয়া (নিউ ইয়র্ক)।

এই আয়োজনটিকে আলোকিত করতে সহযোগিতা করেছে টাইটেল স্পন্সর গোল্ডেন এজ-সাপ্তাহিক আজকাল, পাওয়ার্ড বাই স্পন্সর-রিভার্টেল, প্লাটিনাম স্পন্সর-ওয়াশিংটন ইউনিভার্সিটি, ব্যাকডেজ, গোল্ড স্পন্সর-জিএফবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এ্যাটর্নী মঈন চৌধুরী, খলিল’স ফুড ও বিআর পারফিউম এন্ড কোলন, সিলভার স্পন্সর- অ্যাটর্নি হাসানুজ্জামান মালিক অ্যান্ড সহিদ নেসা হোম কেয়ার, সাপোর্টেড বাই- ফয়সাল আহমেদ, কাকাতুয়া এজেন্সি, তানসার হোম সেফটি, এলিট সিনারজি রিয়ালিটি, গোরাসক্যাল (ফাহিম এন্ড সাঈদ টিম), আব্দুল্লাহ বেনকুইট হল, এ্যাংকর ট্রাভেলস, মারিয়াম ফুড অ্যান্ড কেআর সেরা ইংক।

বিজ্ঞাপন

অর্গানাইজ বাই- প্রিয়ন্তি ইউএসএ ইনকরপোরেশন, ইভেন্ট পার্টনার- মেডসিস ম্যানেজমেন্ট। পুরো অনুষ্ঠানটি নিউইয়র্কের আব্দুল্লাহ বেনকুইট হলে ধারণ করা হয়।

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission